প্রভাষক উৎপল হত্যা ও স্বপনের হেনস্তাকারীদের বিচারের দাবিতে হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের মানববন্ধন

হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পড়িয়ে হেনস্তাকারীদের দৃষ্ঠান্তমুলক বিচারের দাবিতে টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে।
শনিবার (২ জুলাই) দুপুর ১২ টায় বিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমদ এর সভাপতিত্বে ও শিক্ষক মোঃ মহিউদ্দিন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস শুকুর, শিক্ষক রাসেন্দ্র নারায়ণ তালুকদার, বদরুল হুদা, তৃপ্তি সোভা নাথ, মরিয়ম জেসমিন, অল্পনা তালুকদার, রীপা চক্রবর্তী, মোহাম্মদ জাকারিয়া, মোঃ খলিলুর রহমান, মোঃ সোহরাব হোসেন, সুজন চন্দ্র দে, মোঃ আব্দুল্লাহ, মাওলানা শামীম আহমদ, রোহিতাশ্ব তালুকদার, মোঃ এহসানুল হক, মোঃ হাবীবুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।
শিক্ষক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পড়িয়ে হেনস্তাকারীদের দৃষ্ঠান্তমুলক শাস্তি না দিলে অপরাধীদের সাহস আরো বাড়বে। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি জোরালো দাবি জানান তারা।
Related News

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ মিলেছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা জানিয়েছে, তারা বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তরায় র্যাব-১ সদরRead More

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: মোগলাবাজারের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি পরিবারকে হয়রানির অভিযোগ
দক্ষিণ সুরমার মোগলাবাজারের সতীঘর গ্রামে একটি পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদRead More