মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মাসুকগঞ্জ বাজার আল ইসলাহ’র মিছিল
ভারতে বিজেপি নেত্রী নুপুর শর্মা কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার শাখা।
রোববার (১২ জুন) বাদ জোহর মাসুকগঞ্জ বাজার থেকে মিছিলটি বের হয়ে টুকেরবাজার তেমুখী পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মাওলানা বাকি বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা মুজাহিদ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা নুরুল হক, উপস্থিত ছিলেন মাসুকগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রইছ আলী, বিশিষ্ট মুরব্বি আসকর আলী, সাইস্তা মিয়া ও আব্দুল হান্নান।
উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ মাসুকগঞ্জ বাজার শাখার সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সহ সভাপতি হাফিজ আরশ আলী, সহ সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ও শাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান, সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ফরিদ উদ্দিন আক্রম, সহ প্রচার সম্পাদক বাচ্চু মিয়া, সুরমান আলী, বদরুল আলম, কামরুল হাসান, আবুল হোসেন, লনু মিয়া, আমিন আহমদ, সাহিদ আহমদ, জাহেদ আহমদ, আবুবকর, রুমন খান, লুতফুর রহমান প্রমুখ।
এদিকে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহণ করেছে পূর্ব দশার্ সততা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ।
সমাবেশে বক্তারা বলেন, মুসলিম জনতার প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) এর ওপর অতিথে কোন বেঈমান, নাফরমান জালেম রেহাই পায়নাই। এখনো পাবেনা। তারা বলেন, বিশ্বের মুসলমানদের কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামবেনা।
Related News
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীদের বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে, ড. মোহাম্মদ শহিদুল হক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফেকাল্টি অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডীন ড. মোহাম্মদRead More
কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য দেশব্যপী আরো বিপ্লব ঘটাতে হবে, ড. কাজী মজিবুর রহমান
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান বলেছেন, কন্দালRead More