Main Menu

সিকৃবিতে হজ¦ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ে কেন্দ্রিয় মসজিদের উদ্যোগে দিনব্যাপী হজ¦ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি প্রফেসর ড. মোহা. তরিকুল আলমের সভাপতিত্বে এবং খতিব হাফেজ মাওলানা মো: হারুন—অর—রশীদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

দুটি সেশনে অনুষ্ঠিত কর্মশালায় হজ¦ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহকারি অধ্যাপক ড. মো: নুরুল্লাহ এবং সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দ্বায়ী শাইখ সাইদ বিন নুরুজ্জামান। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস—চ্যান্সেলর বলেন, ইসলামের অন্যতম স্তম্ভ হলো হজ¦। যাদের সামর্থ্য আছে তাদের আত্মশুদ্ধির জন্য যত দ্রুত সম্ভব হজ¦ পালন করা উচিত। তিনি আরও বলেন, হজ¦ গমনেচ্ছুদের জন্য এ ধরনের কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে। কর্মশালায় সিকৃবির শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *