Main Menu

দক্ষিণ সুরমায় মহানগর বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকায় ক্বীন ব্রিজ মোড় এলাকায় ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এবং মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ এর প্রচেষ্টায় বন্যা দূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ মে) বিকাল ৪টায় ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ এর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার মামুনের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুর্শেদ আহমদ মুকুল, আকতার রশীদ চৌধুরী, আফজল উদ্দিন, আবুল কালাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল হাসান জুয়েল, মহানগর মৎসজীবী দলের আহবায়ক দুলাল আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রেজাউল রহমান রুজন, ২৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক এম এ হক বাবুল, ২৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক লুৎফুর রহমান, বিএনপি নেতা মোতাহির আলী মাখন, মিছবা উদ্দিন মৌলা, মুরাদ আহমদ, নাজিম উদ্দিন, সিরাজুল ইসলাম, মুক্তা আহমদ, দিলওয়ার হোসেন রানা, মির্জা মতি, আব্দুল মন্নান, বাহারুল ইসলাম বাহার, মফিজুর রহমান জুবেদ, আব্দুল হাছিব,উজ্জল রঞ্জন চন্দ, শাহিন আহমদ, সুমন আহমদ, আজাদ আহমদ, ফয়েজ আহমদ, মেহেদী হাসান সুবেল, সোহেল আহমদ, কামরুল ইসলাম নেছার, আবদুল হান্নান জুয়েল প্রমুখ। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *