সুরমার ডাইক পাকা সড়ক নির্মাণ ও অবৈধ দখল মুক্তকরণের দাবীতে স্মারকলিপি

নগরীর দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন শিশু-কিশোর খেলার মাঠের পাশে সুরমা নদীর পাড়ে সুরমা ডাইক পাকা সড়ক নির্মাণ ও অবৈধ দখল মুক্তকরণের দাবীতে সিলেটে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি পেশ করেছেন দক্ষিণ সুরমা নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
২৯ মে রোববার দুপুরে নগর ভবনে নেতৃবৃন্দ মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই স্মারকলিপি প্রদান করেন।
এ সময় দক্ষিণ সুরমা নাগরিক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জলিল ময়না মিয়া, মুক্তাদির আলী, আব্দুল মালিক, মোঃ শামীম কবীর, শাহ মোঃ বদরুজ্জামান বদরুল, সালাউদ্দিন আহমদ মাছুম, আফাজ উদ্দিন, শামীম আহমদ চৌধুরী, আব্দুল হামিদ, জিলাল উদ্দিন প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয় হতে দক্ষিণ কুশিঘাট খেয়াঘাট পর্যন্ত প্রায় ১০ মিটার প্রশস্ত এবং ৩০০ মিটার দৈর্ঘ্য সুরমার ডাইকটি বর্তমানে বিলীন হওয়ার পথে। অথচ কয়েক বছর পূর্বেও এই ডাইক দিয়ে এলাকাবাসী স্বাচ্ছন্দে চলাফেরা করতেন। ইদানিং সুরমা ডাইকে কিছু অবৈধ স্থাপনাও নির্মিত হচ্ছে। এতে অত্র এলাকার জনসাধারণ, স্কুল-মাদরাসাগামী কোমলতী শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক ব্যাঘাত হচ্ছে।
দুই শতাধিক জনগণ স্বাক্ষরিত স্মারকলিপিতে আরো বলা হয়, সম্প্রতি বন্যার পানিতে সুরমা ডাইকটি তলিয়ে গিয়ে পার্শ্ববর্তী নি¤œঞ্চল জলাবদ্ধাতার সৃষ্টি হয়।
উপরোক্ত বিষয়টি বিবেচনা করে জনস্বার্থে সুরমা ডাইক পাকা সড়ক নির্মাণ ও অবৈধ দখল মুক্তকরণের সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে জোর দাবী জানিয়েছেন দক্ষিণ সুরমা নাগরিক কমিটির নেতৃবৃন্দ সহ আলমপুর, গঙ্গানগর, হবিনন্দি, পালপুর, দক্ষিণ কুশিঘাট, সামাল হাসান, মজলিসপুর, মনিপুর, গঙ্গারামের চক, ছিটা গোটটিকর, ছিটা শ্রীরামপুর, রুকনপুর গ্রামের বাসিন্দারা। বিজ্ঞপ্তি
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More