Main Menu

৫ জুন বসছে বাজেট অধিবেশন

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন বসছে আগামী ৫ জুন। ওইদিন বিকাল ৫টায় সংসদের বৈঠক বসবে। আর আগামী ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের বাজেট বাজেট পেশ করা হবে।

বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয় এরইমধ্যে বাজেট অধিবেশনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

চলতি অর্থবছরের বাজেট গত বছর ৩ জুন উপস্থাপন করা হয়েছিল। সেদিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সরকারের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার ব্যয়ের ফর্দ সংসদে পেশ করেছিলেন, যা ৩০ জুন অনুমোদন করেছিল সংসদ।

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এর আগের দুই বছরের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত ছিল। এবারও কিছুটা স্বাভাবিকভাবে অধিবেশনটি চলতে পারে বলে জানা গেছে।

এবারের অধিবেশনে সংসদের কর্মকর্তা-কর্মচারীদের এবং গণমাধ্যম কর্মীদের অধিবেশন চলাকালে সংসদে প্রবেশের সুযোগ দেয়া হবে। তবে সবশেষ সপ্তদশ অধিবেশনের মত করোনাভাইরাস পরীক্ষা করা হবে। গত ৬ এপ্রিল সপ্তদশ অধিবেশন শেষ হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *