কান্দিগাঁও ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে জন্ম—মৃত্যু নিবন্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ হল রুমে চেয়ারম্যান মোঃ আব্দুল মনাফ এর সভাপতিত্বে ও সচিব তপন মজুমদারের সঞ্চালনায়ঃ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) অফিসার শ্যামল চন্দ্র দাস।
কর্মশালায় বক্তব্য রাখেন— সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নরেন্দ্্র কুমার দাশ, কান্দিগাঁও ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক শিউলি রানী, পরিবার পরিকল্পনা পরিদর্শক আনকার আহমদ, কৃষি উপসহকারী কর্মকর্তা রুহুল আমিন, নির্মল দে, ফাতেমা বেগম, ইউনিয়ন সমাজকর্মী ইকরামুল কবির, মোল্লারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারিয়া খাতুন, মডেম একাডেমীর শিক্ষক নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল মামুন শাহীন, মুহিবুর রহমান ও রুমা আক্তার, ইউপি সদস্য সাবাজ আহমদ, ইউসুফ আলী, আব্দুল জলিল, কাঁছা মিয়া কছির, মোজাম্মেল হক, জেবি আক্তার, খুশতেরা বেগম।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের নিকাহ নিবন্ধক, সকল স্বাস্থ্য সহকারী, ইউনিয়নের সকল পরিবার কল্যাণ সহকারী, ইউনিয়নে কর্মরত ইউডিসির উদ্দোক্তাগণ, দফাদার, গ্রাম পুলিশগণ, হিসাব সহকারী সহ জন্ম—মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক বলেন— বর্তমান সময়ের প্রেক্ষাপটে জন্ম—মৃত্যু নিবন্ধন বিষয়ক কর্মশালা একটি যুগোপযোগী উদ্দোগ। পারস্পারিক শিখনের মাধ্যমে এ ধরনের কর্মশালা ৪৫দিনে মধ্যে শতভাগ জন্ম—মৃত্যু নিবন্ধনে খুবই সহায়ক।
সভাপতির বক্তব্যে ইইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ বলেন— পরিষদের নিজস্ব অর্থায়নে আমরা জন্ম—মৃত্যু নিবন্ধন বিষয়ক কর্মশালার আয়োজন করেছি। জন্ম— মৃত্যু নিবন্ধন শতভাগ উন্নীত করনে ইউপিতে কর্মরত সংশ্লিষ্ট সকলের প্রাণবন্ত সহযোগীতা কামনা করেন।
শুরুতে স্বাগত বক্তব্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক বাস্তবায়নাধীন “বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প” এর আওতায় বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভালো শিখন/উত্তম চর্চাগুলো সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন ও পরবর্তীতে সেগুলো নিজ এলাকায় রুপায়ন/বাস্তবায়নের লক্ষ্যে বুনিয়াদী প্রশিক্ষণে ভালো ফলাফলের ভিত্তিতে এই ইউনিয়ন পরিষদের সচিব তপন মজুমদার গত ৩০ মার্চ হতে ২ এপ্রিল, ২০২২খ্রি: (৪ দিন মেয়াদে) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলায় “পারস্পারিক অভিজ্ঞতা বিনিময় সফর”—এ অংশগ্রহণ করেন। উক্ত সফর সুষ্ঠুভাবে শেষে তিনি গত ৩/০৪/২০২২ইং তারিখ যথারীতি অফিসে যোগদান করেছেন এবং পরিষদবর্গের নিকট তার সেই সফরের অভিজ্ঞতা ও পরবর্তী কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারপর পরিষদের সহযোগীতায় এ ধরনের ইনোভেটিব কাজ করতে সক্ষম হই।
Related News
সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মুজাহিদুর রহমান সামির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ মোজাহিদ সামির স্বদেশ সফর শেষে যুক্তরাজ্যRead More
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেট সদর উপজেলায় বিক্ষোভ মিছিল
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক পবিত্র ধর্ম ইসলাম ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিরRead More