নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের ১ বছরের কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করায় সুমন আহমদ (২৮) নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শেখ মহি উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত সুমন আহমদ (২৮) উপজেলার ৩ নম্বর ইনাতগঞ্জ ইউনিয়নে কসবা গ্রামের ফুলকাছ উদ্দিনের ছেলে।
জানা গেছে, নেশার টাকার জন্য সুমন প্রায়ই মা বাবাকে চরম অপমান ও শারীরিক আঘাত এবং বাড়িঘর ভাঙচুর করতো। এ বিষয়ে ইতোপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ ছিল। বৃহস্পতিবার একই অপরাধ করায় তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Related News

দক্ষিণ সুরমার তিতাস হোটেলে অনৈতিক কাজে ধরা পড়লেন ১০ নারী-পুরুষ
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে থানাপুলিশ। দক্ষিণ সুরমা থানার এএসআই আবদুরRead More

সিলেটে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান জব্দরি করলো বিজিবি
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যেরRead More