সাবেক ছাত্রলীগের সভাপতির উদ্যোগে মিয়া ফাজিলচিশতে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে বিশ্বনাথ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, থানা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক, সিলেট মহানগর যুবলীগ নেতা এবং আম্বরখানার বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন রাহাজের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১লা এপ্রিল) সিলেট নগরীর মিয়া ফাজিলচিশত এলাকায় এই খাদ্য বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সমাজের অসহায় মানুষের সাহায্য এগিয়ে আসতে হবে। পবিত্র রমাদানে উপলক্ষ্যে এ ধরনের উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে দলীয় নেতাকর্মীরা সব সময় অসহায় মানুষের সাহায্যে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় যুবলীগ নেতা ইকবাল হোসেন রাহাজের খাদ্য সামগ্রী বিতরণ একটি মহতি উদ্যোগে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী ও আল হারামাইন মসজিদের মোতাওয়াল্লাী সিভিল ইঞ্জিনিয়ার নুরুল মাজিদ চৌধুরী, মডার্ন জেনারেল হসপিটাল সিলেটের ডাইরেক্টর ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাহবুবুল আলম মুহিত, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আফজাল হোসেন রাব্বি, সিলেট মহানগর যুবলীগ নেতা মোঃ মিটু মিয়া, ইঞ্জিনিয়ার মো. প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More