সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহিলা অধিদপ্তর, সিলেটের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও আলহাজ্ব আশফাক আহমেদ। এ সময় প্রধান অতিথি মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যবহুল দিকগুলো নারী উদ্যোক্তাদের সামনে তুলে ধরেন এবং আগামীতে সিলেট উইমেন চেম্বারের বিভিন্ন কার্যক্রম গতিশীল করার জন্য দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাব’র সভাপতি আল-আজাদ, মহিলা অধিদপ্তর সিলেটের উপ পরিচালক শাহিনা আক্তার, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সালমা আক্তার।
সাধারন সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়। স্বাগত বক্তব্য এবং সঞ্চালনায় ছিলেন সিলেট উইমেন চেম্বারের সহ-সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা। সভায় আরো উপস্থিত ছিলেন- সিলেট উইমেন চেম্বারের পরিচালক রাবেয়া আক্তার রিয়া, নাছরিন বেগম, বিউটি বর্মন, তপতি রানী দাস, তাছমিন আক্তার, রাহেলা জেরিন কানন, ওয়াহিদা আখলাক, সচিব সোমা বেগম, আইটি অফিসার মিনাক্ষী পাল সুমি, সদস্য নাসিমা বেগ, সাল-সাবিলা মাহবুব কান্তা, খালেদা আক্তার, রেহানা ফারুক শিরিন, রুনা খান, মিতু রায়, শিউলি বেগম, সালমা বেগম সুমি, হাজেরা বেগম, শাহ শারমিন রহমান. শাহিদা বেগম সহ প্রায় দেড় শতাধিক নারী উদ্যোক্তা।
Related News

সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More