সুনামগঞ্জে স্ত্রী খুনের ঘটনায় স্বামী আটক
সুনামগঞ্জ পৌর শহরে দ্বিতীয় স্বামীর ছুরিকাঘাতে রিপা বেগম (২৬) নামে এক নারী খুন হয়েছেন।
রোববার (৬ মার্চ) সকালে শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল হামিদ মিল্টনকে দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে আটক করেছে র্যাব-৯।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা হয়ে থাকতে পারে, র্যাব তার স্বামীকে আটক করেছে, বিস্তারিত পরে বলতে পারবো।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় ওই মহিলার স্বামী সিএনজি চালক আব্দুল হামিদ মিল্টনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিপিসি -৩ এর কোম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদ।
Related News
কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সচিব
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকারRead More
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান মিললো আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশRead More

