Main Menu

দক্ষিণ সুরমায় ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা

মহান স্বাধীনতার মাস উপলক্ষে দক্ষিণ সুরমায় ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ।

দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা মোঃ ইউনুস আলী, মোঃ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু রঞ্জন রায়, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, মোঃ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার হোসেন জেয়ার্দার।

আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মুক্তিযোদ্ধারা মরণ পণ যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছে।

বক্তারা নতুন প্রজন্মের সামনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান বেশি বেশি করে তুলে ধরার আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী ইন্জিনিয়ার আফছর আহমদ, সেমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, নির্বাচন কর্মকর্তা আফরিন ছন্দা প্রমূখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা ফিল্ড সুপার ভাইজার মাওলানা আব্দুল আহাদ, গীতা পাঠ করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিটন চন্দ্র দাস।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগণসহ অনেকে উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *