Main Menu

ওসমানী হাসপাতালে আরও ১ হাজার শয্যা বাড়ানো হবে : পররাষ্ট্রমন্ত্রী

 

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকারের আন্তরিকতা, পদক্ষেপ ও সবার সহযোগিতায় সিলেট হয়ে ওঠবে ‘মেডিকেল হাব’। দেশের অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান এমনভাবে উন্নত করা হবে যে, ভারত-থাইল্যান্ডের বদলে রোগীরা এখানে সেবা নিতে আসবেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আখালিয়াস্থ ‘মাউন্ট এডোরা’য় হৃদরোগীদের উন্নত চিকিৎসা দেয়ার লক্ষ্যে স্থাপিত ‘ক্যাথ ল্যাব’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ওসমানী হাসপাতালে এখন আছে ৯ শ শয্যা। ধীরে ধীরে আরও ১ হাজার শয্যা বাড়ানো হবে ওসমানীতে। সে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আমি সিলেটের প্রবাসীদের প্রতি আহ্বান জানাবো, তারা যেন এখানে আরও হাসপাতাল-ক্লিনিক স্থাপন করেন।

মাউন্ট এডোরায় উদ্ধোন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মুর্শেদ আহমদ চৌধুরী, ওসমানী হাসপাতালের পরিচালক ব্রি. জে. ডা. মাহবুবুর রহমান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *