আজমিরীগঞ্জে নদীতে ধরা পড়ল ৪৩ কেজি ওজনের বাঘাইড় মাছ

আজমিরীগঞ্জ উপজেলার কালনী-কুশিয়ারা নদীতে জাল দিয়ে মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন বদলপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের দুই ভাই মহেন্দ্র দাস ও পরিতোষ দাস। প্রতিদিনের ন্যায় বুধবার নদীতে মাছ ধরতে গেলে সকাল ১০ টায় জালে টান পড়ে। এরপর কৌশলে নৌকায় জাল তুলে দেখতে পান ৪৩ কেজি ওজনের বিশাল আকারের বাঘাইড় মাছ। এসময় জেলে সহোদর আনন্দে আত্মহারা হয়ে পড়েন।
জেলে মহেন্দ্র দাস জানান, তার জালে এতোবড় মাছ আর কোনদিন ধরা পড়েনি। মাছটি নৌকায় তোলার পর বিক্রির জন্য পাহারপুর বাজারে নিয়ে গেলে মাছটি দেখার জন্য মানুষ ভিড় জমান। তিনি আরো জানান, ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৫৩ হাজার ৭৫০ টাকায় মাছটি নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী আন্নর মিয়ার নিকট বিক্রি করেছেন। তিনি মাছটি কেটে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ক্রেতাদের কাছে বিক্রি করবেন বলে জানা গেছে।
Related News

কৃষিকে সর্বাত্মক অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, কৃষিকে সর্বাত্মক অগ্রাধিকার দিয়ে কাজ করছে বর্তমান সরকার।Read More

থানার দালালদের ব্যাপারে সজাগ থাকতে বললেন বিমান প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন- ‘কোনো দালাল বাটপার যাতে থানায় দালালীRead More