কাজীটুলা থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সিলেট নগরীর কাজীটুলা থেকে পঞ্চশর্দ্ধো বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাসার কাউকে কিছু না বলে বাসা হতে বাহির হয়ে আর বাসায় ফেরেননি তিনি। ফখরুল ইসলাম শামীমের বড় ভাই নিখোঁজ বৃদ্ধ ফয়জুল ইসলাম সেলিম মানসিক প্রতিবন্ধী। তিনি নগরীর সাং-ব্লক-ই, কাজীটুলা এলাকার এলাকার ৩২ নং বাসার বাসিন্দা।
এ ঘটনায় তার বড় ভাই ফখরুল ইসলাম শামীম কোতোয়ালি মডেল থানায় একটি জিডি (নং ৮৬৯, ৯ ফেব্রয়ারি ২০২২) করেছেন। এতে উল্লেখ করা হয় ফয়জুল ইসলাম সেলিম মানসিক প্রতিবন্ধী প্রতিদিনের মতো বাসায় থেকে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি।
৩ দিন ধরে বাসায় না ফেরায় স্বজন-আত্মীয়দের বাসায় খোঁজ নেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ফয়জুল ইসলাম সেলিমের খোঁজ পাওয়া গেলে (০১৭১৫-১৭১৫৮৩) এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তাঁর স্বজনরা।
Related News

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More