মোল্লারগাঁও ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মামুন খান বিজয়ী
সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোটর সাইকেল প্রতীকের মামুন খান বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪৮১৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে জবরুল ইসলাম জগলু পেয়েছেন ৪০৮০ ভোট। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
২০০৫ সালে সর্বশেষ এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়া চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকে তিনি এ ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এবারের নির্বাচনে শেখ মকন মিয়া প্রার্থী না হলেও তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী মনসুর রহমান প্রার্থী। যদিও সম্প্রতি তিনি বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না-এই অজুহাতে প্রার্থীতা থেকে সরে দাঁড়ান। ৬ষ্ট ধাপে এ ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে এ নিয়ে একটি পক্ষ হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে। যে কারণে গত ৩১ জানুয়ারি নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হয়নি এ ইউনিয়নের নির্বাচন। সকল আইনী জটিলতা শেষে শনিবার অনুষ্ঠিত হয় এ ইউনিয়নের নির্বাচন। এ ইউনিয়নের ভোটার হাজরাই গ্রামের বাসিন্দা আজমল খান জানান, দীর্ঘদিন পর নির্বাচিত জনপ্রতিনিধি পেয়ে তারা যারপরনাই খুশি। তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ করা হয়। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৫ হাজার ২৭৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪৭ জন এবং সংরক্ষিত মহিলা পদে ১১ জন প্রার্থী প্রতিনদ্বন্দ্বিতা করেন। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে র্যাব, পুলিশের পাশাপাশি এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
Related News
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন আজকালের মধ্যে
নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন আজকালের মধ্যে জারি করা হবে বলে জানিয়েছেন আইন,Read More
সিলেট সদর উপজেলায় চমক দেখাতে পারেন মিল্লাত চৌধুরী
সিলেট সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে বর্তমান ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, চেয়ারম্যান পদে নির্বাচনRead More