বিয়ে করলেন অভিনেত্রী মৌনী

মালয়ালী রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসলেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়। পাত্র সুরজ নাম্বিয়ার। বৃহস্পতিবার সকালে গোয়ায় সাতপাক ঘুরলেন তারা। বিয়ের প্রথম ছবি ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রাম, টুইটারে। ঝলমলে নববধূর সাজে মজে ভক্তরা।
সাদা চাদোয়া এবং সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপ। লাল পাড় সাদা শাড়িতে সেজেছেন মৌনী। দক্ষিণী রীতিতে বিয়ে হলেও বেনারসি পরতে ভোলেননি কোচবিহারের মেয়ে। মাথায়, গলায়, হাতে সোনার গয়নায় উজ্জ্বল মৌনী। ঘিয়ে রঙা শেরওয়ানি এবং সাদা মুন্ড পরে রয়েছেন সূরজ। মালাবদল করার পরে একে অপরকে জড়িয়ে ধরলেন নবদম্পতি।
বিয়ের কয়েক ঘণ্টা আগে সুরজের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন মৌনী। ছবি দিয়েছিলেন দু’জনের। সাদা পাঞ্জাবি পাজামায় সূরজ, লাল ওড়না জড়ানো মৌনী। সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে যুগল। একে অপরকে আলিঙ্গন করে। ছবি দিয়ে মৌনী লিখেছিলেন, ‘এভরিথিং’। অর্থাৎ সুরজ তার সব। তার বিশ্ব ব্রহ্মাণ্ড।
‘যুগল’ থেকে ‘দম্পতি’ হলেন তারা। গোয়ার আকাশে বাতাসে এখন কেবল বিয়ের গন্ধ। দুই সংস্কৃতির মিলনের আনন্দ।
Related News

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট বিভাগী ক্রীড়া সংস্থার আহবায়ক ড. মো: এনামুলRead More

সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধিজনদের মিলনমেলা
সিলেট অনলাইন প্রেসক্লাব একযুগে পদার্পণ উপলক্ষে গৃহিত বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে আনন্দ উৎসব সম্পন্ন হয়েছে।Read More