Main Menu

পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ২কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ঘোপাল থেকে সোনাতলা রাস্তার কাজ শুরু

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি’র নির্দেশে ২কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল থেকে সোনাতলা রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে কাজ পরিদর্শনে এসে ছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল ও সদর উপজেলা প্রকৌশলী সাইফুল আজম।
পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি নির্বাচিত হওয়ার পর শুধু সদরের এলজিআরডির রাস্তা ঘাটের জন্য ৫০ কোটি টাকার বরাদ্ধ দেন। কিন্তু করোনা মহামারী এসে সকল কাজ কর্ম স্থবির হয়ে পড়ে। আল্লাহর অশেষ মেহের বানীতে করোনা মহামারী শীতিল হওয়ায় পূনরায় উন্নয়ন কর্মকান্ড শুরু হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান অর্থ বছরের মধ্যে সদরের রাস্তা ঘাটের জন্য আরোও ১৫ কোটি টাকা বরাদ্ধ হয়েছে। আগামী নির্বাচনের পূর্বেই সদর উপজেলার সকল রাস্তা ঘাটের উন্নয়ন কাজ সমাপ্ত হবে।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোঃ নিজাম উদ্দিন, জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহানুর, কান্দিগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল মনাফ, আওয়ামী লীগ নেতা এম উস্তার আলী, ২নং ওয়ার্ড এর নবনির্বাচিত মেম্বার ও মুক্তিযোদ্ধা সন্তান শাহীন আহমদ, ৩নং ওয়ার্ড এর নবনির্বাচিত মেম্বার আব্দুল জলিল, ৪নং ওয়ার্ড এর মেম্বার শাবাজ আহমদ, জেলা যুবলীগ নেতা মোঃ কুতুব উদ্দিন, আতাউর রহমান সাধু, আব্দুল করিম বাচ্চু, মোঃ মমশর আলী, সিলাম আহমদ প্রমূখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *