Main Menu

খন্দকার মুক্তাদিরের সাথে সিলেট জেলা যুবদলের মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে মতবিনিময় করেছে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় কাজিরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে যান সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মানুষের জনসমর্থনের দাবী উপেক্ষা করে বেগম খালেদা জিয়ার সাথে অমানাবিক আচরণ করছে সরকার। আইনের দোহাই দিয়ে তাকে বিদেশে যেতে দিচ্ছে না। রাষ্ট্রীয় অবহেলায় সুচিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার আরো অবনতি হচ্ছে। অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে উন্নত চিকিৎসাকেন্দ্রে সুচিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য জোর দাবী জানান। অন্যথায় যে কোন পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। যুবদলকে আরো বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় মতবিনিময়কালে যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আকতার আহমদ, আশরাফ উদ্দিন ফরহাদ, এডভোকেট সাঈদ আহমদ, মঈনুল ইসলাম মঞ্জু, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েছ আহমদ, ওলিউর রহমান, জুনেদ আহমদ, জিএম বাপ্পী, রায়হান আহমদ, আলী আহমদ আলম, মকসুদুল করিম নোহেল, সাইফুল ইসলাম, মতিউর রহমান আফজল, মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, আব্দুল মালেক। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *