৫ ডিসেম্বর ঢাকায় অস্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ঘেরাও কর্মসুচি সফলের লক্ষে সিলেটে প্রস্তুতি সভা
“বঙ্গবন্ধুর দেওয়া উপহার মুক্তিযোদ্ধা কৌটা ফিরিয়ে দিতে হবে ” বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট বিভাগীয় কমান্ড কাউন্সিলের মতবিনিময় সভায় সিলেট বিভাগীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক সাজিদুর রহমান সোহেল বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনগ্রসর দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের অগ্রগতির জন্য ৩০℅ মুক্তিযোদ্ধা কৌটা চালু করে ছিলেন। বড় দুঃখের বিষয় আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর দেয়া উপহার রাস্ট্র ফিরিয়ে নিয়েছেন যা বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অবমূল্যায়ন। আমরা বিশ্বাস করি জাতীর জনকের কন্যা, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের অধিকার প্রতিষ্টায় আপোষহীন ভাবে নিরলস কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার শাসনামলে মুক্তিযোদ্ধা কৌটা পুণর্বহাল না হলে ভবিষ্যতে কখনো মুক্তিযোদ্ধাদের কল্যানে কেহ কাজ করবেনা। আমরা চাই মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি, মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা আইন। তিনি বক্তব্যবে আরো আমাদের অধিকার আদায়ে আগামী ৫ ডিসেম্বর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষিত ঢাকায় অস্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ঘেরাও কর্মসুচিতে সিলেট বিভাগ কমান্ড কাউন্সিল সব ধরনের প্রস্তুুতি নিচ্ছে। তিনি আরো বলেন আমাদের প্রতিষ্টাতা চেয়ারম্যান সোলেমান মিয়া ও কেন্দ্রীয় মহাসচিব শফিকুল ইসলাম বাবু কৌটা আদায় আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন যদিও বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধা সন্তানদের অনেক সংগঠন রয়েছে তবে কৌটা বিরুদ্ধী আন্দোলনের প্রাক্ষাকালে কাউকে এগিয়ে আসতে দেখিনি? ইনশাল্লাহ, আমরা আমাদের যৌক্তিক দাবী তে আগামী ৫ ডিসেম্বর কেন্দ্রিয় কমান্ড কাউন্সিল ঘোষিত ঢাকায় অবস্হান কর্মসুচি পালন করবো, এতে সিলেট বিভাগের সকল জেলা থেকে শত শত মুক্তিযোদ্ধার সন্তান অংশ গ্রহন করবে।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর বাগবাড়ীস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব দিলোয়ার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্মসচিব বীর সন্তান এর্শাদ খাঁন,কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহি সদস্য বীর সন্তান নূপুর দে, সিলেট বিভাগ কমান্ড কাউন্সিলের যুগ্ম আহবায়ক বীর সন্তান হিফজুর রহমান, বীর সন্তান ইমরান খাঁন রায়হান,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সুনামগন্জ জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর সন্তান আব্দুল হক, সদস্য সচিব বীর সন্তান জহির আহমদ সোহেল,যুগ্ম সদস্য সচিব বীর সন্তান শাহরিয়ার আহমদ শাহিন, মৌলভী বাজার জেলার যুগ্ম সচিব বীর সন্তান এম আর মামুন চৌধুরী।
আরো উপস্হিতি ছিলেন, সিলেট বিভাগ কমান্ড কাউন্সিলের যুগ্ম আহবায়ক বীর সন্তান সিজান চৌধুরী কামরান, যুগ্ম সদস্য সচিব বীর সন্তান জাহাঙ্গীর আলম, সিলেট জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর সন্তান মোঃ জিয়া, যুগ্ম আহবায়ক বীর সন্তান ফারুক মিয়া, সদস্য মোঃ বাবুল, সিলেট মহানগর কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর সন্তান হিল্লোল সরকার, বীর সন্তান সাইফুল ইসলাম, বীর সন্তান আফরোজ আলীসহ আরো অনেকে।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More