সিলেটের বিশ্বনাথে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে ৪ শিক্ষক বহিস্কার

সিলেটের বিশ্বনাথে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিধি বহির্ভূতভাবে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনরত চার শিক্ষককে স্থায়ীভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
রোবাবর সকাল সাড়ে ১১টার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি জানান, সরকারি নির্দেশনা না মেনে বিশ্বনাথ মাদরাসার পরীক্ষা কেন্দ্রে স্মাটফোন ব্যবহার কালে তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরে তাদেরকে স্থায়ীভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
সেই সাথে অবশিষ্ট পরীক্ষাগুলোতে তাদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে তিনি জানান।
Related News

৮ দফা দাবি নিয়ে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান
৮ দফা দাবি নিয়ে সিলেটের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, পুলিশ কমিশনার ও ট্রাফিকRead More

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More