সিলেটের ওসমানীনগরে নিয়ন্ত্রণহীন ট্রাকের গাছে ধাক্কা , আহত ২
সিলেটের ওসমানীনগর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক ও তার সহকারী আহতের ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থানাধীন ১৯ মাইলস্থ বুরুঙ্গা রাস্তার মোড়ে এই ঘটনাটি ঘটে।
এতে আহত হয় জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ট্রাক চালক নাছির উদ্দিন (৩৭) ও তার সহকারী জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে মো. লিমন (২২)।
জানা গেছে, সকাল অনুমান ৫ টা ৪৫ মিনিটের সময়ে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-২৪-২৬০৫) ওসমানীনগর থানাধীন ১৯ মাইলস্থ বুরুঙ্গা রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী লিমন ইষ্টারিংয়ে চাপা পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ি কেটে তাকে উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক বলেন, আহতদের উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। চালকসহ তার সহকারী দুজন আশংকামুক্ত আছে।
Related News
সিলেটে ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ইত্তেফাক যে স্বাতন্ত্র বোধ নিয়ে যাত্রা শুরু করেছিল আজো সেই ধারা অব্যহত রয়েছে’
ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক এর ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্টান অনুষ্টিত হয়Read More
করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মত বিনিময় সভা
ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে করিমRead More

