ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক হুইপ আছপিয়া
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া (৮৫)।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রবীন রাজনীতিবিদ শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি সুনামগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত এক মাস ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) সকালে শারিরিক অবস্থা অবনতি হলে দুপুর ২ টায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে আছপিয়া স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুনামগঞ্জ-৪ আসন থেকে চারবার সাংসদ নির্বাচিত হওয়া ফজলুল হক আছপিয়া অষ্টম জাতীয় সংসদে সরকার দলীয় হুইপের দায়িত্ব পালন করেন।
Related News
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম আর নেই
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম (৭৮) আর নেই। বৃহস্পতিবারRead More
সিলেট অনলাইন প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল
সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে সিলেট অনলাইন প্রেসক্লাবেরRead More