সিলেটে করোনায় আরও ১২ জনের মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুম বেড়ে দাঁড়িয়েছে ৯৮৪ জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ১৬৫ জন করোনায় আক্রান্ত রোগী। আর সুস্থ হয়েছেন ৩৯০ জন।
রোববার (২২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ১৬৫ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ২০৬ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৩৩৬ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৯২৪, হবিগঞ্জ জেলায় ৬ হাজার ১৪১ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৪৬৫ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৩৪০ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ১৬৫ জন করোনা আক্রান্ত রোগীর ৮১ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ২৪ জন, হবিগঞ্জের ১০ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ২১ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৯ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
সিলেটে বিভাগে রোববার দৈনিক শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ৩২ শতাংশ। যার ১৭ দশমিক শূন্য ২৭ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ১২ দশমিক ৭৭ শতাংশ, হবিগঞ্জে ২২ দশমিক ৭৩ শতাংশ ও মৌলভীবাজারে ১৪ দশমিক ৭৯ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১২ জন রোগী। তাদের ৬ জনই সিলেট জেলার ও ২ জন সুনামগঞ্জের বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জন রোগী করোনায় মারা গেছেন। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৯৮৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৭১৪ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারের ৭০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে১৫ জন, ৪ জন সুনামগঞ্জে, ২ জন মৌলভীবাজার জেলায় ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৬৩ জন। এর মধ্যে শুধু সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩৯ জন রোগী। এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৩৩ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ৩০ জন ও মৌলভীবাজারে ২৫ জন ভর্তি রয়েছেন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৩৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ২০১ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সসুনামগঞ্জে ৩০ জন, ৮৮ জন হবিগঞ্জে জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৫৮ জন। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ১৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪০ হাজার ৩৮৫ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৭০৯ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৪৪৩ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ১৮০ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৬০৯ জন ও ওসমানী হাসপাতালে ৪৪৪ জন।
এদিকে সিলেটের চার জেলায় র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়। যাদের ২৯ জন সিলেট, ২৪ জন সুনামগঞ্জ, ১০ জন হবিগঞ্জের ও ২১ জন মৌলভীবাজার জেলার। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ২৭ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
Related News
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তার এর একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ সেেেপ্টম্বর)Read More
সিলেটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নুরসহ সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণRead More