দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ সুদানে বাংলাদেশ শান্তিরক্ষা মিশন পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দেশটির জুবায় শান্তিরক্ষা মিশনের বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইউনিট এবং বাংলাদেশ মেরিন ফোর্সেস ইউনিট পরিদর্শন করেছেন তিনি।
শুক্রবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে আলাপকালে ড. মোমেন বলেন, আমাদের শান্তিরক্ষীরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দক্ষ সেবার মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। তিনি বাংলাদেশের শান্তিরক্ষীদের অংশগ্রহণকে একটি সুযোগ হিসেবে চিহ্নিত করেন, যাতে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে তুলে ধরা যায়।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জাতিসংঘ মিশনে বাংলাদেশ শান্তিরক্ষীদের অংশগ্রহণ বাড়াতে বর্তমান সরকারের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি সেখানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
ডা. মোমেন দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনে নিযুক্ত বাংলাদেশ শান্তিরক্ষীদের সঙ্গে দেখা করার পাশাপাশি দেশটির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছে দক্ষিণ সুদানের অনাবাসিক বাংলাদেশের রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা।
এদিকে ড. মোমেন দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী বিয়াট্রিস ওয়ানি নোহার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দু’দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে তারা আলোচনা করেন।
Related News

পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন
দীর্ঘ ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি)Read More

শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর ৩ যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে
বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ‘রেজিক’, ‘হিরো অব দি রাশিয়ান ফেডারেশনRead More