Main Menu

সিলেটে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৭৫৮ জন

বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৭৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মোট করোনা প্রমাণিত রোগীরে সংখ্যা ৪৪ হাজার ২১৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ১৬ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেলেন ৭৭৭ জন রোগী।

শুক্রবার (৬ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ৭৫৮ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ হাজার ২১৯ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৯৪৭ জন, সুনামগঞ্জে ৫ হাজার ১১৩ জন, হবিগঞ্জ জেলায় ৫ হাজার ৩০০ জন, মৌলভীবাজারে ৬ হাজার ২২১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৬৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৭৫৮ জন করোনা আক্রান্ত রোগীর ৪০৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৫১ জন, হবিগঞ্জের ৫১ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১৯১ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

সিলেটে বিভাগে মঙ্গলবার দৈনিক শনাক্তের হার ৩৮ দশমিক ৫৮ শতাংশ। যার ৪২ দশমিক ৪৩ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ২৪ দশমিক ৬৩ শতাংশ, হবিগঞ্জে ৩৭ দশমিক ৫০ শতাংশ ও মৌলভীবাজারে ৩৫ দশমিক ৬৩ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১৬ জন রোগী। তাদের ১৩ জন সিলেট জেলার, ২ জন হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৭৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৮৭ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৮ জন, মৌলভীবাজারের ৬২ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭২ জন, সুনামগঞ্জ জেলায় ৩ জন, হবিগঞ্জ জেলার ১০ জন, মৌলভীবাজারে ৩ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৯২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪৩ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ২৭ জন ভর্তি রয়েছেন। এদিকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ১৬০ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৫৪ জন সুনামগঞ্জে, ২১ জুন হবিগঞ্জে, ৪০ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩২ হাজার ৫০১ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ১৩ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫০৫ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬৩৬ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৯৫ জন ও ওসমানী হাসপাতালে ২৫২ জন।

এদিকে সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ২০৬ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট ৬৭, সুনামগঞ্জ ৫১, হবিগঞ্জ ৩৭ ও মৌলভীবাজার জেলায় ৫১ জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ২১৬ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *