সিলেট-৩ আসনে ‘ডেমো ভোট’ ২৬ জুলাই
আগামী মাসের ২৮ তারিখ সিলেট-৩ আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচনের ভোটগ্রহণ। এদিন আসনের প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে।
এই প্রথম সিলেটের কোনো আসনের প্রতিটি কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে আসনটির ভোটাররা পরিচিত নন এই ভোটিং মেশিনের সঙ্গে। তাই ভোটাররা যাতে ভোটের দিন স্বাচ্ছন্দে ভোট দিতে পারেন সেজন্য নির্বাচনের একদিন আগে অর্থাৎ- ২৬ জুলাই সিলেট-৩ আসনের প্রতিটি কেন্দ্রে ‘ডেমো ভোট’ অনুষ্ঠিত হবে।
তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা. ইসরাইল হোসেন।
এর আগে শুক্রবার (২৫ জুন) সকালে সিলেট-৩ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদের বিষয়টি জানিয়ে সকল প্রার্থী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
রিটার্নিং অফিসার মোহা. ইসরাইল হোসেন বলেন, আগামী মাসের ২৬ জুলাই অর্থাৎ- নির্বাচনের একদিন আগে সিলেট-৩ আসনের প্রতিটি কেন্দ্রে ‘ডেমো ভোট’ গ্রহণের আয়োজন করা হবে। এদিন ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার বিষয়টি প্র্যাক্টিক্যালি দেখে ও জেনে নেবেন। এতে নির্বাচনের দিন ভোটাররা কেন্দ্রে ভোট দিতে গিয়ে আর জড়তাবোধ করবেন না।
বিশেষ করে নারী ও বৃদ্ধ ভোটারদের কথা চিন্তা করে এমন আয়োজনের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করে বলে তিনি জানান।
Related News
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন আজকালের মধ্যে
নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন আজকালের মধ্যে জারি করা হবে বলে জানিয়েছেন আইন,Read More
সিলেট সদর উপজেলায় চমক দেখাতে পারেন মিল্লাত চৌধুরী
সিলেট সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে বর্তমান ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, চেয়ারম্যান পদে নির্বাচনRead More