আদনানের নির্দেশনায় প্রথমবার জয়া আহসান
নন্দিত মডেল ও অভিনেত্রী জয়া আহসানকে এক সময় অসংখ্য বিজ্ঞাপনে দেখা গেলেও গেল কয়েক বছর ধরে চলচ্চিত্রেই ব্যস্ত থাকতে দেখা যায়। সেই ব্যস্ততার ফাঁকেই মাঝেমধ্যে মডেল হিসেবে হাজির হন বিজ্ঞাপনে। মাস কয়েক আগেও কলকাতার একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন তিনি। সেই ধারবাহিকতায় আবারো বিজ্ঞাপনের মডেল হলেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী।
গতকাল থেকেই দেশীয় এ বিজ্ঞাপনের শুটিং করছেন জয়া আহসান। রাজধানীর বনশ্রীতে নাইন এন্ড অ্যা হাফ স্টুডিওতে আজ শেষ হবে এটির শুটিং, এমনটাই জানিয়েছেন বিজ্ঞাপনটির নির্মাতা আদনান আল রাজীব।
নির্মাতা জানান, প্রোডাক্টের বিষয়ে এখনই কিছু বলা যাবে না। ক্যাম্পেইন শুরু করার আগে ইউনিট্রেন্ড এজেন্সি থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। শিগগিরই এটি প্রচারে আসবে।
আদনান আল রাজীব বাংলাদেশ জার্নালকে বলেন, এবারই প্রথম আমাদের একসাথে কাজ হয়েছে। কিন্তু কাজ করতে গিয়ে একবারও তা মনে হয়নি। উনি এত বেশি কমফোর্টেবল যে, ছোট-বড় সবার সাথেই খুব আপনভাবে মিশে যান। মনে হয়েছে এর আগেও যেন আমরা হাজার হাজার কাজ করেছি একসাথে। সত্যি চমৎকার এক অভিজ্ঞতা উনার সঙ্গে কাজ করার। এরজন্যই বোধহয় তিনি জয়া আহসান।
নির্মাতা আরও জানান, গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে খুবই সুন্দর করে সেট বানানো হয়েছে। আর্ট ডিরেকশনে ছিলেন শহিদুল এবং ক্যামেরায় কামরুল হাসান খশরু। শুটিং শেষে মুম্বাইয়ের গ্রেড এন্ড মিউজিকে এটির পোস্ট প্রোডাকশন হবে।
Related News
১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
হাজারো দর্শক—শ্রোতাদের বিপুল আগ্রহ, উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ১ম প্রতিষ্ঠাRead More
পুলিশি অ্যাকশন সিনেমায় নিরব, মুক্তি জুলাই গণঅভ্যুত্থান দিবসে
৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। ছবিটির নাম ‘দেশ’- যেটিRead More

