দীর্ঘ সময় বন্ধ থাকার পর সিলেট থেকে ছাড়লো ট্রেন

করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবারো সিলেট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (২৪ মে) সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যান আন্ত:নগর ট্রেনটি। তবে ট্রেনে অন্যান্য দিনের চেয়ে যাত্রী সংখ্যা খুবই কম ছিলো।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার খলিলুর রহমান। তিনি জানান, সরকারের নির্দেশনা অনুসারে সিলেট থেকে সোমবার ১১টা ১৫ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়। ওইদিন ১৪৭ জন যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকা উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়। এছাড়া ট্রেনের অন্যান্য যাত্রা ও আগমন সময় সূচি যথাযথভাবে থাকবে।
তিনি বলেন, রেলওয়ের গেইট থেকে স্যানিটাইজার হাত ধোয়ার পর যাত্রীদেরকে ট্রেনে যেতে দেয়া হয়। এছাড়া মাস্ক ছাড়া কাউকে ট্রেনে তুলা হয়নি। স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজনকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। পরে তারা স্বাস্থ্যবিধি মেনেই আবার ট্রেনে উঠেন। আমাদের নিরাপত্তা রক্ষীদের কঠোর নজরদারির পাশাপাশি আমরা তদারকি করে যাচ্ছি।
Related News

কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী: জামায়াতে ইসলামীর একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা,মাওলানা হাবিবুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীRead More

ঈদুল আযহা উপলক্ষে সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট সদর উপজেলাসহ দেশ-বিদেশের সকলের প্রতি সদর উপজেলা জামায়াতের আমীর নাজিরRead More