জেলা প্রশাসক শেখ রাসেল হাসানকে সিলেট ট্যুরিস্ট ক্লাবের প্রকাশিত স্মারক “অভিযাত্রী” প্রদান

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানকে সিলেট ট্যুরিস্ট ক্লাবের প্রকাশিত স্মারক “অভিযাত্রী” প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রকাশিত স্মারক “অভিযাত্রী” প্রদান করেন নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান অভিব্যক্তি প্রকাশ করে বলেন, সিলেটে ট্যুরিস্ট গাইডের মাধ্যমে যাতে ট্যুরিস্টগণ সঠিক দিক নির্দেশনা পান সেজন্য দুটি গাইড গ্রুপ তৈরি করা প্রয়োজন। তিনি সে ব্যাপারে পদক্ষেপ নেবেন। এছাড়াও জেলা প্রশাসকের সাথে আরো প্রয়োজনী বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি রোটারিয়ান মকসুদুর রহমান চৌধুরীর, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, অর্থ সম্পাদক মো. মওদূদ আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী মিশু, সহ প্রচার সম্পাদক এম রহমান ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক রেশমা জান্নাতুল রুমা, সিনিয়র সদস্য এম এইচ আর রুমেল চৌধুরী প্রমূখ।
Related News

জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশেরRead More

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই এয়ারপোর্টস্থRead More