সিলেটে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন ২০৮৪ জন

করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজের চতুর্থ দিনে সিলেট নগরীতে টিকা নিয়েছেন ২ হাজার ৮৪ জন। এছাড়া প্রথম ডোজের টিকা নিয়েছেন আরও ১৬৩ জন।
সোমবার (১২ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে এ টিকা প্রদান করা হয়।
টিকার ব্যবস্থাপনায় থাকায় সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, সোমবার সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। গত ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত যারা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাদেরকে সোমবার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।
সিলেট নগরীর ভেতরের দুটি টিকাকেন্দ্রের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা নেন ১ হাজার ৭২৮ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৭৫ জন ও নারী ৬৫৩ জন। একই হাসপাতালে সোমবার প্রথম ডোজ টিকাগ্রহণকারী ১১৪ জনের মধ্যে ৬৮ জন পুরুষ ও ৪৬ জন নারী ছিলেন।
এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে সোমবার দ্বিতীয় ডোজ টিকা নেন ৩৫৬ জন। এর মধ্যে পুরুষ ২৫৩ জন ও নারী ১০৩ জন। একই হাসপাতালে প্রথম ডোজ টিকা নেন ৪৯ জন। এর মধ্যে পুরুষ ৪০ জন ও নারী ৯ জন।
আর দুই কেন্দ্রে মিলিয়ে সোমবার করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২ হাজার ৮৪ জনের মধ্যে ১ হাজার ৩২৮ জন পুরুষ ও ৭৬৫ জন নারী ছিলেন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ১৬৩ জনের মধ্যে পুরুষ ১০৮ জন ও নারী ৫৫ জন ছিলেন।
Related News

সিলেটে পারায়ন প্রকল্পের সাংবাদিক এলায়েন্স গঠন
সিলেটের নারী ও কিশোর-কিশোরীসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আর.ডব্লিউ.ডি.ও,Read More

মাইলষ্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতের মাগফেরাত কামনায় সিলেট জেলা মহিলা দলের দোয়া মাহফিল
রাজধানীর ঢাকার উত্তরা এালাকায় মাইলষ্টোন স্কুল অ্যান্ড কলেজ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদেরRead More