সিলেটে ‘উগ্রবাদ প্রতিরোধে পুলিশ ও জনতার ভূমিকা’ বিষয়ক সভা

এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় ‘উগ্রবাদ প্রতিরোধে পুলিশ ও জনতার ভূমিক’ বিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরির মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং। উগ্রবাদ সম্পর্কৃত নানাবিধ ইস্যু এবং উগ্রবাদ প্রতিরোধে আইনের বিধান সম্পর্কে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সিলেট সদর উপজেলা মিলনায়তনে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. হামিদুল হক এর সঞ্চালনায় প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন- সিলেটে মেট্রপলিটন পুলিশ শাহপরান (রাঃ) থানার সহকারী পুলিশ কমিশনার, মোঃ মাইনুল আফসার, বিভাগীয় প্রধান (আইন ও বিচার বিভাগ) মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় গাজী সাইফুল হাসান, এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, সিলেটের মাস্টার ট্রেইনার মুহাম্মদ মামুনুর রশীদ।
এছাড়াও এতে কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ মোট ৭০জন অংশগ্রহণ করেন।
উন্নয়ন সংস্থা আইডিয়ার পক্ষে পিস প্রকল্পের উপজেলা ফেসিলিটেটর কংকন কান্তি দাশ, আইডিয়া এবং পিস প্রকল্প নিয়ে আলোচনা করেন এবং অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক দ্বায়িত্ব পালন করেন।
Related News

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ছাগল বিতরণ কর্মসূচি সম্পন্ন
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের মানবিক উদ্যোগ ছাগল বিতরণ ২য় কর্মসূচি সম্পন্ন হয়েছে। মঙ্গলবারRead More