Saturday, February 20th, 2021
আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল ইসলামের শ্রদ্ধাঞ্জলী
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে শাহাদাৎ বরণকারী শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ও তাদের আত্মার শান্তি কামনা করেছেন সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল ইসলাম। তিনি এক বার্তায় বলেছেন, ভাষার জন্য জীবন দানকারী সালাম, রফিক, জব্বার, শফিক, বরকতসহ নাম না জানা অসংখ্য শহীদান যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি। তাদের ঋণ কোন দিন শোধ করা সম্ভব হবে না। আমি ভাষা সৈনিকদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানাচ্ছি।
আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসে মোহাম্মদ শাহজাহানের শ্রদ্ধাঞ্জলী
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে শাহাদাৎ বরণকারী শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ও তাদের আত্মার শান্তি কামনা করেছেন সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ শাহজাহান। তিনি এক বার্তায় বলেছেন, ভাষার জন্য জীবন দানকারী রফিক, জব্বার, শফিক, বরকতসহ নাম না জানা অসংখ্য শহীদান যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি। তাদের ঋণ কোন দিন শুধ করা সম্ভব হবেনা। আমি ভাষা সৈনিকদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানাচ্ছি।
জকিগঞ্জে ১৮৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
সিলেটের জকিগঞ্জে ১৮৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে জকিগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে আব্দুল হক (৩৮) ও মকরম আলীর ছেলে আব্দুস ছামাদ (২৮)। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে সিলেট জেলার জকিগঞ্জ থানার মালপুরRead More
একুশে পদক নিলেন ২১ বিশিষ্ট নাগরিক
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২১ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর (২০২১) একুশে পদক পেয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিশিষ্ট নাগরিক ও তাদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন। এর আগে ৪ ফেব্রুয়ারি ২০২১ সালের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে সংস্কৃতি মন্ত্রণালয়। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন চার লাখ টাকা ওRead More
সিলেটে ট্রিপল মার্ডার: আবাব ও মায়ের বিরুদ্ধে মামলা
সিলেট শহরতলীর শাহপরাণ থানাধীন বিআইডিসি মীর মহল্লা এলাকার সৎ মা ও ভাই-বোনকে খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে নিহত রুবিয়া বেগমের ভাই আনোয়ার হোসাইন বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে শাহপরাণ (র.) থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন নিহত রুবিয়া বেগমের সৎ ছেলে আহবাব হোসেন ওরফে আবাব (১৯) ও আহবাবের মা সুলতানা বেগম রুমি (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। তিনি জানান, ঘটনার পরই ঘাতক আহবাবকে আটক করা হয়েছে। পুরো ঘটনা ও সর্বশেষ মামলা নিয়ে তদন্ত চলছে। এতে আটকRead More
বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যু, জুরাইনে হবে দাফন
বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান শনিবার সকাল ৯টার দিকে সূত্রাপুরের নিজ বাসভবনে শামসুজ্জামান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। রক্তে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বুধবার সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু হাসপাতালে থাকতে না চাওয়ায় শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। এটিএম শামসুজ্জামানের জানাজা বাদ জোহর সূত্রাপুর মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর পুরান ঢাকার জুরাইন কবরস্থানে তার বড় ছেলে কামরুজ্জামান কবীরের পাশে তাকে সমাহিত করা হবে। বিষয়টি নিশ্চিত করে তার মেয়ে কোয়েল আহমেদ আরও জানান, বাবার শেষ ইচ্ছা অনুযায়ীRead More