প্রবাসী নারী শ্রমিকদের নিয়ে গাইলেন লায়লা

কণ্ঠশিল্পী লায়লার নতুন একটি গান আসছে গানের ডালির ব্যানারে। একই সঙ্গে গানটির একটি ভিডিও করা হয়েছে। খুব শিগগির এটি রিলিজ দেওয়া হবে গানের ডালি ইউটিউব চ্যানেলে।
‘নষ্ট মেয়ে’ শিরোনামে এ গানটির গীতিকার ও সুরকার জামাল রেজা। বিনোদ রায়ের মিউজিক কম্পোজিশনে গাওয়া গানটির মূল বিষয় প্রবাসী নারী শ্রমিকদের জীবনকাহিনি।
শিল্পী লায়লা বলেন, গানটি গেয়ে যেন এ দেশের হাজারও প্রবাসী নারী শ্রমিকের সঙ্গে হৃয়ের একাত্মতা প্রকাশের একটি সুযোগ পেলাম। এ ছাড়া গানটির কথা ও সুর খুব সুন্দর। সুন্দর সব লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়। এতে অভিনয় করেছেন অভিনেতা মাজনুন মিজান ও মিথিলা আহমেদ। আশা করি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
গান প্রসঙ্গে গীতিকার জামাল রেজা বলেন, সংসারে স্বাচ্ছন্দ্য আনতে পুরষের পাশাপাশি অসংখ্য নারী শ্রমিক কাজের আশায় বিদেশ যান। তারা অর্থনৈতিক সচ্ছলতার জন্য অক্লান্ত পরিশ্রম করে দেশে থাকা স্বামী-সন্তানদের জন্য টাকা পাঠান। কিন্তু কোনো একসময় দেখা যায় সেই প্রিয়জনরাই তাকে দূরে সরিয়ে দেন। এসব বিষয় উঠে এসেছে গানটিতে।
Related News

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগ, ডিপজলের বিরুদ্ধে মামলা
এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুই জনের বিরুদ্ধে ঢাকার একটিRead More

সিরাজউদ্দৌলা হয়ে মানুষের হৃদয়ে গেঁথে আছেন তিনি
আনোয়ার হোসেন এদেশের সিনেমায় আজও নবাব সিরাজউদ্দৌলা হয়ে অসংখ্য মানুষের হৃদয়ে গেঁথে আছেন। খান আতাRead More