হবিগঞ্জে জমিতে পানি সেচ দেয়া নিয়ে সংঘর্ষে নিহত ১ ॥ আটক ২
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে জমিতে পানি সেচ দেয়া নিয়ে সংঘর্ষে জামান মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৬ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জামান মিয়া উপজেলার ফতেহপুর গ্রামের গেদা মিয়ার পুত্র।
শুক্রবার দুপুরে ফতেহপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফতেহপুর গ্রামের গেদা মিয়ার পুত্র জামান মিয়ার সাথে হাওরে জমিতে পানি সেচ দেয়া নিয়ে বাকবিতন্ডা হয় একই গ্রামের মকবুল হোসেনের পুত্র মজনু মিয়ার। এরই জেরধরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে যোগদেয় তাদের স্বজনরাও। এতে জামান মিয়ার বুকে ফিকল (বল্লম) বিদ্ধ হলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুলন দেব তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও অপর আহত শাহনুর মিয়া, ফয়েজ মিয়া, ইউনুছ মিয়া, মজনু মিয়া, মুকিত মিয়া ও বজলু মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। পুলিশ ঘটনাটির পুরো কারণ খতিয়ে দেখতে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে ২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬Read More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে মঙ্গলবার (১১Read More

