হবিগঞ্জে করোনায় প্রাণী সম্পদ কর্মকর্তার মৃত্যু
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মজিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (৩ ফেব্রুয়ারী) সকালে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. মুজিবর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সোনারামপুর গ্রামে। প্রায় ২০ দিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমউইতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
তার মৃত্যুর খবরে মাধবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রাণীসম্পদেও অফিসের স্টাফ হাবিবুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬Read More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে মঙ্গলবার (১১Read More

