সিলেটে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

সিলেট বিভাগের ৩টি পৃথক স্থানে অভিযান চালিয়ে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২৯ জানুয়ারি (শুক্রবার) রাত ১০টার দিকে র্যাবের একটি দল সিলেট জেলার বালাগঞ্জ থানাধীন মোসলেমাবাদ গ্রামে অভিযান চালিয়ে ১ শ পিস ইয়াবা ট্যাবলেট সহ চারজনকে আটক করে।
আটককৃতরা হচ্ছেন- বালাগঞ্জের গহরপুর খাঁপুর গ্রামে কামাল আহম্মেদ (৩২), দক্ষিণ সুরমার মুমিন খোলা এলাকার মারুফ আহম্মেদ (৩৯), গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর গ্রামের মুজিবুর রহমান (৫০) ও বিয়ানীবাজার উপজেলার উজানঢাকি গ্রামের মো .শাহীন আহম্মেদ (৩৬)।
পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরেকটি অভিযানে শুক্রবার সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন খাগাইল গ্রামে অভিযান চালিয়ে ২শ ১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জয়নুদ্দিন (৩৫) নামের একজনকে আটক করে র্যাব। জয়নুদ্দিন কোম্পনীগঞ্জ উপজেলার মহিষখেড় গ্রামের বাসিন্দা।
পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব অপর একটি অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন বেজুড়া গ্রাম থেকে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে।
তারা হচ্ছেন- নরসিংদি জেলার আড়াইহাজার থানার বামুন্দি গ্রামের মো. মতিউর রহমান (৫৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৫০)।
পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।
Related News

রাতভর অভিযান, সকালে গ্রেফতার আইভী
অবশেষে গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রাতভর অভিযান শেষেRead More

ওসমানীনগরের আব্দুল হাদীর সংবাদ সম্মেলন: তালাকপ্রাপ্তা স্ত্রী ও ইউপি চেয়ারম্যানের হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ওসমানীনগরের খয়েরপুর গ্রামের ইতালী প্রবাসী মো. আব্দুল হাদী তার তালাকপ্রাপ্ত স্ত্রীর কারণে সামাজিকভাবে হেয় প্রতিপন্নRead More