নগরীতে ১৪০০ পিস ইয়াবা ও ১৭২ বোতল ফেন্সিডিলসহ ২জন গ্রেফতার

নগরীতে পৃথক অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবা ও ১৭২ বোতল ফেন্সিডিলসহ ২জনকে গ্রেফতার করেছে র্যাব।
এ ঘটনায় র্যাব বাদী মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা করছে। মামলার পর তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে নগরের শাহপরাণ থানা এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১২০০ পিস ইয়াবা ও ১৭২ বোতল ফেন্সিডিলসহ আল আমিন (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আল আমিন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল এলাকার মৃত জামাল আহাম্মদের ছেলে।
অভিযানে অংশ নেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ কোম্পানীর মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম কামরুজ্জামান এবং গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন।
অপরদিকে বুধবার রাতে নগরের উপশহর বি-ব্লকের সালেহা ভিলা’র ৩য় তলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মোছা. মনোয়ারা বেগম (৩৪) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। মনোয়ারা সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল এলাকার মো. জালাল উদ্দিন তাপাদারের স্ত্রী।
এই অভিযানে অংশ নেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম কামরুজ্জামান ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ।
Related News

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুতRead More

ওসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, দক্ষিণ সুরমায় জুলাই যোদ্ধার পরিবারকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
দক্ষিণ সুরমার মোল্লারগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলুর বিরুদ্ধে জুলাই যোদ্ধা পরিবারকেRead More