বাচ্চাদের কারণে ঘনিষ্ঠ দৃশ্যে কিয়ারার ‘না’

অষ্কারজয়ী অভিনেত্রী কিয়ারা নাইটলি সিনেমায় যৌনতা বিষয়ক দৃশ্যে আর অভিনয় করবেন না। কারণ হিসেবে কিয়ারা জানান, তিনি এখন দু’কন্যার মা। ফলে সিনেমায় পুরুষের সঙ্গে নগ্ন হতে ভীষণভাবে অস্বস্তি বোধ করেন।
তবে ছবির পরিচালক যদি নারী হন তাহলে তিনি ভেবে দেখবেন বলেও জানান।
জানা গেছে, কিয়ারার স্বামী সঙ্গীতশিল্পী জেমস রাইটন। তাদের দুই কন্যা সন্তান ৫ মাস বয়সী ইডি এবং ১৬ মাস বয়সী ডেলিলাহ। এর আগে ‘দ্য আফটারম্যাথ অ্যান্ড কোলেটি’ এবং ‘অ্যাটনমেন্ট’ ছবিতে রগরগে দৃশ্যে নগ্ন হয়ে অভিনয় করেছেন তিনি।
কিয়ারার ভাষ্য, আগে যা করেছেন তা তো করেছেনই। কিন্তু এখন তার মেয়েরা থাকার কারণে তিনি কোনো পুরুষের সামনে নগ্ন দৃশ্যে অভিনয় করতে পারবেন না। পোশাক খুলে শরীর দেখাতে পারবেন না।
Related News

সাদেক সিদ্দিকির পরিচালনায়- নাটকে সিনেমার মানুষের জীবনের গল্প
সিনেমার পর্দায় আমরা সাধারণত অভিনয়শিল্পীদের দেখি। কিন্তু সেই মানুষগুলোর জীবনে গল্প অজানা থেকে যায়। সম্প্রতিকRead More

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগ, ডিপজলের বিরুদ্ধে মামলা
এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুই জনের বিরুদ্ধে ঢাকার একটিRead More