শেখ জামালের কষ্টার্জিত জয়

প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে বন্দর নগরীর ক্লাবটিকে।
খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে দুই দল। ৪০ মিনিটে বক্সের বাইরে থেকে উজবেকিস্তানের মিডফিল্ডার লালি জোনোভ ওতাবেকের ফ্রিকিকে সরাসরি জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় শেখ জামাল।
মিনিট দশেক পর ডানপ্রান্ত দিয়ে মনির হোসেনের ক্রসে বক্সের ভেতরে থেকে নূরুল আবসারের হেডে (২-০) ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল।
৮৩ মিনিটে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। বক্সের মধ্যে নিক্সনকে ট্যাকল করতে গিয়ে বলের ওপর পড়ে যান শেখ জামালের মনির হোসেন। বল লাগে তার হাতে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান।
স্পটকিকে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন ব্রাজিলের নিক্সন রোচা ব্রিজোলারা (১-২)। ম্যাচের অন্তিম সময়ে ফ্রিকিক পায় চট্টগ্রাম আবাহনী। উজবেক ডিফেন্ডার সুকুর আলীর বাঁকানো শট জামালের গোলকিপার জিয়াউর রহমান ডাইভ দিয়ে প্রতিহত করে দলের জয় নিশ্চিত করেন।
Related News

সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো হামজা চৌধুরীকে
সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো সিলেট এর সন্তানRead More

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রাফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেটRead More