বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট মহানগর আ’লীগের উপদেষ্টা পরিষদের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেছে সিলেট মহানগর আওয়ামীলীগের নব গঠিত উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে নেতৃবৃন্দ চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিদেনকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ সিরাজ বকস্, সুভাষ চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. সিরাজুল ইসলাম, ডা. আহবাব আহমদ, মো. আকবর আলী, ডা. এম. এ. আজিজ চৌধুরী, সাবেক কাউন্সিলর বিধান কাপালী, আব্দুল মুকিত, অসিত শ্যাম সজল, আব্দুল মালিক সুজন, আজিজুল হোসেইন দুলাল, মো. এনাম উদ্দিন, কাউন্সিলর রাশেদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র কুমার দাশ খোকা বাবু, কানাই দত্ত।
এছাড়াও শ্রদ্ধা নিবেদনকালে প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল করিম চৌধুরী সহ আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা পরিষদ নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Related News

কাদিয়ানী অপতৎপরতা বন্ধে সিলেটে ডিসি বরাবর খতমে নবুওয়াত কমিটির স্মারকলিপি প্রদান
মিথ্যা দাবিদার, কাদিয়ানী সম্প্রদায়ের সবধরনের অপতৎপরতা বন্ধ করতে প্রশাসনিক সহযোগিতা কামনা করে সিলেটের জেলা প্রশাসকRead More

সিলেটে বিভাগীয় যুব সম্মেলন ২৬ জুন: সফলের লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সভা
আগামি ২৬শে জুন,বৃহস্পতিবার সিলেটে অনুষ্ঠিত হচ্ছে যুব জমিয়তের আয়োজনে বিভাগীয় যুব সম্মেলন। আজ (১৬ জুন)Read More