Main Menu

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন শাবির ৯৫ শিক্ষার্থী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৯৫ জন শিক্ষার্থী পাচ্ছেন ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্পের অধীনে এ ফেলোশিপ প্রদান করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত ও উপ-সচিব রেজা-উন-নবী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরি এবং নবায়ন গ্রুপসহ ফেলোশিপ পাচ্ছেন ৩ হাজার ৩০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে শাবিপ্রবি থেকে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৬ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ২২ জন, জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৬ জন এবং নবায়নসহ পিএইচডি ক্যাটাগরিতে একজনসহ সবমিলিয়ে মোট ৯৫ জন শিক্ষার্থী ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

এতে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা জনপ্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষণার জন্য ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষকরা ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *