হরিপুরে ৯ নম্বর কূপেও মিলেছে গ্যাস, শীঘ্রইগ্যাস উৎপাদন শুরু

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) আওতাধীন হরিপুর গ্যাস ফিল্ডের ৯ নম্বর কূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। খনন সম্পন্ন হবার পর কূপ থেকে শীঘ্রইগ্যাস উৎপাদন শুরু হতে পারে। এসজিএফএল-এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রদীপ কুমার বিশ্বাস মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে বলেছেন, গ্যাসের উপস্থিতি নিশ্চিত হবার পর আমরা ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) করছি। এ টেস্টে যে স্তরে গ্যাসের উপস্থিতি মিলবে, সেই স্তর থেকে প্রোডাকশন শুরু করা হবে। এ কূপ থেকে উৎপাদনে যেতে বেশীদিন সময় লাগবে না জানিয়ে এ কর্মকর্তা বলেন, আমরা চলতি মাসের মধ্যেই উৎপাদনে যাবার আশা করছি। শিগগিরই এ কূপ থেকে ফ্লো শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি । ডেভেলপম্যান্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুযায়ী, নতুন এ কূপ থেকে প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি জানান, এসজিএফএল বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লি:(বাপেক্স)-কে দিয়ে কূপটি খনন করাচ্ছে।
গ্যাস ফিল্ড সূত্র জানায়, গত ১ অক্টোবর থেকে এ কূপের খনন শুরু হয়। ৯৪ দিন পর সোমবার সন্ধ্যায় ১,৯৯৮ মিটার নিচে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।
৯ নম্বর কূপের প্রকল্প পরিচালক (পিডি) আব্দুল জলিল প্রামাণিক জানান, কূপটির টেস্টিং পিরিয়ড চলছে। এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশের প্রথম গ্যাসক্ষেত্র আবি®কৃত হয় ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে। এ গ্যাসক্ষেত্রের একটি কূপেই আশির দশকে প্রথমবারের মতো মিনারেল অয়েল (খনিজ তেল) এর সন্ধান পাওয়া যায়। এ গ্যাসক্ষেত্র পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড(পিপিএল) এর আওতাভুক্ত ছিল। ১৯৬০ সালে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে গ্যাসের উৎপাদন শুরু হয়। তখন প্রতিদিন ৪ মিলিয়ন কিউবিক ফিট গ্যাস ছাতক সিমেন্ট ফ্যাক্টরীতে সরবরাহ করা হতো। ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ সারকারখানায় প্রথমবারের মতো কাঁচামাল হিসাবে গ্যাস সরবরাহ শুরু হয়। হরিপুরের ৩ নম্বর গ্যাসকূপ থেকে প্রায় ৩০ মাইল দূরে ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরীতে গ্যাস ট্রান্সমিশন ছিল-দেশের শিল্পায়নের ইতিহাসে এক টার্ণিং পয়েন্ট। এ সময় প্রতিদিন ২০মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। ১৯৮২ সালের ৮মে আনুষ্ঠানিকভাবে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) এর কার্যক্রম শুরু হয়। এসজিএফএল প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ উৎপাদনকারী একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান।
সিলেট গ্যাস ফিল্ডসের একটি সূত্র জানায়, বর্তমানে এসজিএফএল-এর অধীনে ৫টি গ্যাস ফিল্ডস রয়েছে। এগুলো হচ্ছে-হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড, কৈলাসটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড। এ পাঁচটি ফিল্ডেসের ৯টি কূপ থেকে বর্তমানে গ্যাস উত্তোলন হচ্ছে। তবে, ছাতক গ্যাস ফিল্ড বর্তমানে পরিত্যক্ত রয়েছে।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More