বড় দিন উপলক্ষে নতুন গান নিয়ে এলেন মিমি

বড় দিন উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। এর আগে গানের প্রমো প্রকাশ করলেও আজ গান ভিডিওটি উন্মুক্ত করা হয়।
নিজের গাওয়া রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া’ শনিবার রিলিজ করার কথা থাকলেও তার একদিন আগে অর্থাৎ বড়দিনেই তা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। কবিগুরুর গানকে নতুন করে সাজিয়েছেন লিংকন। মিমি ও সন্দীপ ঘোষালের ভাবনাকে ক্যামেরাবন্দি করেছেন ডিওপি সায়ক চক্রবর্তী।
গানের শুটিং হয়েছে মৌসুনি দ্বীপে। এর আগে শুটিংয়ের নানা ছবি ও ভিডিও শেয়ার করেছেন মিমি।মৌসুনির সৌন্দর্যে মুগ্ধ অভিনেত্রী-সাংসদ।
শুটিংয়ের ফাঁকেই স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন তিনি। শুনেছেন তাদের সমস্যার কথা। শোনা গিয়েছে, পর্যটন কেন্দ্র হিসেবে মৌসুনির উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি প্রস্তাবও পেশ করবেন অভিনেত্রী-সাংসদ। যাতে প্রান্তিক এই মানুষগুলির সুদিন ফেরে।
Related News

সাদেক সিদ্দিকির পরিচালনায়- নাটকে সিনেমার মানুষের জীবনের গল্প
সিনেমার পর্দায় আমরা সাধারণত অভিনয়শিল্পীদের দেখি। কিন্তু সেই মানুষগুলোর জীবনে গল্প অজানা থেকে যায়। সম্প্রতিকRead More

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগ, ডিপজলের বিরুদ্ধে মামলা
এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুই জনের বিরুদ্ধে ঢাকার একটিRead More