বড় দিন উপলক্ষে নতুন গান নিয়ে এলেন মিমি
বড় দিন উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। এর আগে গানের প্রমো প্রকাশ করলেও আজ গান ভিডিওটি উন্মুক্ত করা হয়।
নিজের গাওয়া রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া’ শনিবার রিলিজ করার কথা থাকলেও তার একদিন আগে অর্থাৎ বড়দিনেই তা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। কবিগুরুর গানকে নতুন করে সাজিয়েছেন লিংকন। মিমি ও সন্দীপ ঘোষালের ভাবনাকে ক্যামেরাবন্দি করেছেন ডিওপি সায়ক চক্রবর্তী।
গানের শুটিং হয়েছে মৌসুনি দ্বীপে। এর আগে শুটিংয়ের নানা ছবি ও ভিডিও শেয়ার করেছেন মিমি।মৌসুনির সৌন্দর্যে মুগ্ধ অভিনেত্রী-সাংসদ।
শুটিংয়ের ফাঁকেই স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন তিনি। শুনেছেন তাদের সমস্যার কথা। শোনা গিয়েছে, পর্যটন কেন্দ্র হিসেবে মৌসুনির উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি প্রস্তাবও পেশ করবেন অভিনেত্রী-সাংসদ। যাতে প্রান্তিক এই মানুষগুলির সুদিন ফেরে।
Related News
শর্তসাপেক্ষে ‘ফারাজ’ চলচ্চিত্র মুক্তির অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট
ঢাকার হোলি আর্টিজানে ২০১৬ সালে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনা অবলম্বনে নির্মিত বলিউড মুভি ‘ফারাজ’-এরRead More
শনিবার পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের
আগামী শনিবার পর্দা উঠছে নবম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের (ডিআইএমএফএফ)। দুইদিনব্যাপী এ উৎসবে বিশ্বেরRead More