প্রভাববিস্তারকারী ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কিত পর্যালোচনা সভা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, সিলেটের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সারাদেশের উন্নয়ন সম্পৃক্ত। কাজেই, এ অঞ্চলের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসায়ীসহ সকলকে একযোগে কাজ করতে হবে।
শনিবার ( ২৮ নভেম্বর) রাতে নগরীর একটি হোটেলে ‘সিলেট অঞ্চলের অর্থনীতিতে প্রভাব বিস্তারকারী ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কিত একটি পর্যালোচনা’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মো: ফয়সলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েব এবং শাবিপ্রবি’র ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগের অধ্যাপক ড. আহমেদ সায়েম। আলোচনায় অংশ নেন-আলিম ইন্ডাস্ট্রিজের এমডি আলিমুল এহসান চৌধুরী, বারাকা পাওয়ারের এমডি ফাহিম আহমদ চৌধুরী, সিলকো ফার্মাসিউটিক্যালসের এমডি ডা: মো: বদরুল হক রোকন, গোল্ডেন হারভেস্ট ডেইরির এমডি মঈনুল হক চৌধুরী, এম আহমদ টি কোম্পানির ডাইরেক্টর (মার্কেটিং) তেহসিন চৌধুরী, কুশিয়ারা ব্রিকস লি: এর এমডি মো: মতিউর রহমান, ওয়েস্টার পোল্ট্রি এন্ড ফিশারিজ লিমিটেড-এর মো: ইমরান হোসেন, মেগাস্টার বাংলাদেশ লিমিটেড-এর বোরহান উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাবি ভিসি সিলেটে শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এজন্য দেশি-বিদেশি উদ্যোক্তাদের সক্রিয় হতে হবে। তিনি বলেন, সিলেটের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এই মহামারির মধ্যেও তারা বিপুল রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। সিলেটের নৈসর্গিক সৌন্দর্যের প্রতি আলোকপাত করে শাবি ভিসি বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে সিলেটের পর্যটন স্পটগুলোতে পর্যাপ্ত অবকাঠামো গড়ে হবে। সিলেটের শিক্ষার উন্নয়নেও সকলকে মনোযোগী হবার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বর্তমানে উন্নয়নের মহাসড়কে রয়েছে জানিয়ে অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, করোনার সংক্রমণের মধ্যেও আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি অনেক ভালো। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান ক্রাইসিসের (সংকট) মধ্যে যেখানে ভারতের মতো দেশের প্রবৃদ্ধি কমছে, সেখানে আমাদের প্রবৃদ্ধি বাড়ছে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের শিক্ষিত ছেলে-মেয়েরা কৃষির দিকে ঝুঁকছে। তারা বিভিন্ন ধরনের বিদেশি ফল উৎপাদন করছে। বিদ্যুতের উৎপাদনও ক্রমশ বাড়ছে। ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন ধরে রাখতে হবে।
প্রসঙ্গত, শাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মো: ফয়সল সিলেট অঞ্চলের অর্থনীতিতে ১১টি প্রভাববিস্তারকারী ব্যবসা প্রতিষ্ঠানের ওপর রিসার্চ (গবেষণা) করেছেন। প্রতিষ্ঠানসমূহ হচ্ছে-আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, সিলকো ফার্মাসিউটিক্যালস লি:, এম আহমদ টি কোম্পানি, খাদিম সিরামিকস, গোল্ডেন হারভেস্ট লি:, প্রিমিয়ার ফিস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লি:, সানটেক এনার্জি, কুশিয়ারা ব্রিকস লি:, সিলেট টি কোম্পানি লিমিটেড এবং ওয়েস্টার পোল্ট্রি এন্ড ফিশারিজ লি:।
Related News
সিলেটে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলো সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিল। আগামীতেও নীতিতে অটল থেকে প্রথম আলোর যাত্রাRead More
কান্দিগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি বিশাল জনসভা অনুষ্ঠিত
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। হঠাৎRead More