ওসমানীনগরে ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ওসমানীনগর উপজেলার হস্তিদুর গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ শনিবার সকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়। সন্তনদেও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মা-দের ভূমিকা অগ্রগণ্য। তবে সর্বক্ষেত্রে নিজ নিজ সন্তনদেরকে সুশিক্ষা অর্জনের মাধ্যমে এবং নৈতিকতার উন্নতি করে সন্তনদেরকে গড়ে তুলতে হবে আগামীর সম্ভাবনাময় একজন হিসেবে।
সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহাবুদ্দিন শাহীন, ইউপি সদস্য আব্দুজ জহুর শুকুর।
সমাবেশে বক্তারা গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
Related News

পরিবেশ ছাড়পত্র নবায়নের দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনার বরাবর সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের স্মারকলিপি
ইটভাটা ব্যবসা পরিচালনার জন্য পরিবেশ ছাড়পত্র নবায়নের দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উনRead More

রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ার এর বার্ষিক সম্মাননা প্রদান
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার এর উদ্যোগে বার্ষিক সম্মাননা প্রদান ও পিকনিক অনুষ্ঠান ২০২৪—২৫অনুষ্ঠিত হয়েছে।Read More