গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে শেষ হল চিতকার ছবির শুটিং

গত মাসে ইয়াসির আরাফাত জুয়েলের পরিচালনায় নির্মিত ‘চিতকার’ নামের ছবিটির মূল অংশের শুটিং শেষ করা হয়। তবে গানের কাজ বাকি ছিল তখন। গত ২১ নভেম্বর চট্টআমের সীতাকুণ্ডের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে ছবিটির গানের কাজ। আর এর মাধ্যমেই সমাপ্ত হল ছবিটির দৃশ্যধারনের কাজ।
ছবিটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও আঁচল। এ প্রসঙ্গে পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল বলেন, রবীন্দ্রনাথের গান ভালোবেসে সখী গানটি নতুনভাবে কম্পোজিশন করে ছবিতে ব্যবহার করছি। পিন্টু ঘোষ এবং রোকন ভাই অসাধারণ কম্পোজিশন করেছেন, অর্ণবও খুব ভালো গেয়েছেন। গানটি দেখে দর্শক খুবই আনন্দ পাবেন।
অভিনেতা আদর আজাদ বলেন, গানটি খুব সুন্দর হয়েছে। আশা করছি ভালো কিছুই দর্শকরা দেখতে পাবেন।
অভিনেত্রী আঁচল বলেন, পরিচালক, সহশিল্পী, সিনেমাটোগ্রাফার, কোরিওগ্রাফার সবাই অসাধারণ। জানতে পেরেছি কয়েক দিনের মধ্যেই ছবিটি সেন্সরে যাবে।
ছবিটিতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, তাজিয়া প্রমুখ। আহাদুর রহমানের গল্পে নির্মিত এ ছবির সঙ্গীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ।
Related News

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগ, ডিপজলের বিরুদ্ধে মামলা
এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুই জনের বিরুদ্ধে ঢাকার একটিRead More

সিরাজউদ্দৌলা হয়ে মানুষের হৃদয়ে গেঁথে আছেন তিনি
আনোয়ার হোসেন এদেশের সিনেমায় আজও নবাব সিরাজউদ্দৌলা হয়ে অসংখ্য মানুষের হৃদয়ে গেঁথে আছেন। খান আতাRead More