সিলেট বিভাগে ৬ মাসে ১৩ সহস্রাধিক করোনা পজেটিভ

সিলেট বিভাগে গত ৬ মাসে করোনা পজেটিভ হয়েছেন ১৩ সহস্রাধিক মানুষ। করোনা শনাক্ত মোট ১৩০৫৮ জন। এর বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১১৪১৭ জন। সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত এপ্রিল মাসের ৫ তারিখ।
এদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১৮, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ৬ ও মৌলভীবাজারের ৮ জন।
জানা গেছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হওয়া ১৩০৫৮ জনের মধ্যে সিলেট জেলায় ৭১৬৯, সুনামগঞ্জে ২৩৭১, হবিগঞ্জে ১৭৭৬ ও মৌলভীবাজার জেলায় ১৭৪২ জন।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪১ ও মৌলভীবাজারে ১ জন।
এই ৪২ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১১৪১৭ জন। এর মধ্যে সিলেটে ৬০৪৪, সুনামগঞ্জে ২২৭০, হবিগঞ্জে ১৪৯৭ ও মৌলভীবাজারে ১৬০৬ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৪৬, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজারে ১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সিলেটে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তাই সিলেটে মোট মৃতের সংখ্যা আগের দিনের মতো ২২৪। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২১ জন।#
Related News

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: সিলেটি প্রবাসী ও বাণিজ্যের স্বার্থে সিলেট-রিয়াদ ফ্লাইট চালুর দাবি
সাত লাখ সিলেটি প্রবাসী ও বৈদেশিক বাণিজ্যের স্বার্থে সিলেট—রিয়াদ ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন রিয়াদ কমিউনিটিRead More

দৈনিক ডেসটিনির সিলেট জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া
জাতীয় দৈনিক ডেসটিনির সিলেট জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি হিসেবেRead More