গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণচেষ্টা : নির্যাতনে জড়িত একজন আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রকাশের পরই প্রশাসন টের পেলো৷ এবার টের পেলো ঘটনার একমাস পরে!
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়েছিল একমাস আগে৷ বর্বরোচিত নির্যাতনের সেই দৃশ্যের ভিডিও একমাস পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়৷ এতদিনে স্থানীয় প্রশাসনও জানতে পারে এলাকায় মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েছেন এক গৃহবধূ৷ জানার পর তৎপর হয়ে এক সন্দেহভাজনকে গ্রেফতার করে এবং ৩৭ বছর বয়সী নির্যাতিতাকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয় পুলিশ৷
ভিডিওতে পরিষ্কার দেখা গেছে, বসত ঘরে ঢুকে এক নারীকে ৩-৪ জন যুবক বিবস্ত্র করছে, মারধর করছে৷ ওই নারী নির্যাতন না করার আকুতি জানানোয় তার মুখে পা চেপে ধরা হচ্ছে৷ ওই নারীর পরিবারের পাশে তখন কেউ দাঁড়ায়নি৷ কেউ বাধা দেয়নি পাষণ্ডদের৷ পাষণ্ডগুলো এতদিন এলাকায় ঘুরে বেড়িয়েছে৷ কেউ থানায় গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করার সাহস করেনি৷
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের জয়কৃষ্ণপুর গ্রাম কি সন্ত্রাসীদের অভয়ারণ্য?
নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন বলেছেন, ‘‘পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনের সঙ্গে জড়িত একজনকে আটক করেছে, অন্যদেরও আটক করার চেষ্টা চলছে৷’’
নির্যাতনের ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন তৎপর হয়েছে- এমন অনেক ঘটনারই উল্লেখ করা যাবে৷ রাজন হত্যা থেকে শুরু করে গতমাসে পিরোজপুরে ছেলের বউকে নির্যাতনের অভিযোগে শাশুড়িকে গ্রেপ্তার করাসহ অনেকগুলো খবর প্রকাশিত হয়েছে৷
এসব খবরে বারবার বোঝা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ বিশেষ ক্ষেত্রে মানুষের কতটা কাছের বন্ধু৷ বেগমগঞ্জ উপজেলার এই নারকীয় নির্যাতনের ঘটনাতেও তা আবার বোঝা গেল৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে কেউ অন্যায়ের প্রতিকার না চাইলে তো নির্যাতনের একমাস পরে ‘জনগণের বন্ধু’ পুলিশ আসিলো- এ খবরটাও আমরা জানাতে পারতাম না! একমাস নয়, তখন হয়ত নির্যাতিতা নারীর পুরো জীবনটাই কেটে যেতো নীরবে কেঁদে কেঁদে! সূত্র : ডয়চে ভেলে
Related News

রাতভর অভিযান, সকালে গ্রেফতার আইভী
অবশেষে গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রাতভর অভিযান শেষেRead More

ওসমানীনগরের আব্দুল হাদীর সংবাদ সম্মেলন: তালাকপ্রাপ্তা স্ত্রী ও ইউপি চেয়ারম্যানের হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ওসমানীনগরের খয়েরপুর গ্রামের ইতালী প্রবাসী মো. আব্দুল হাদী তার তালাকপ্রাপ্ত স্ত্রীর কারণে সামাজিকভাবে হেয় প্রতিপন্নRead More