গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণচেষ্টা : নির্যাতনে জড়িত একজন আটক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রকাশের পরই প্রশাসন টের পেলো৷ এবার টের পেলো ঘটনার একমাস পরে!
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়েছিল একমাস আগে৷ বর্বরোচিত নির্যাতনের সেই দৃশ্যের ভিডিও একমাস পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়৷ এতদিনে স্থানীয় প্রশাসনও জানতে পারে এলাকায় মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েছেন এক গৃহবধূ৷ জানার পর তৎপর হয়ে এক সন্দেহভাজনকে গ্রেফতার করে এবং ৩৭ বছর বয়সী নির্যাতিতাকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয় পুলিশ৷
ভিডিওতে পরিষ্কার দেখা গেছে, বসত ঘরে ঢুকে এক নারীকে ৩-৪ জন যুবক বিবস্ত্র করছে, মারধর করছে৷ ওই নারী নির্যাতন না করার আকুতি জানানোয় তার মুখে পা চেপে ধরা হচ্ছে৷ ওই নারীর পরিবারের পাশে তখন কেউ দাঁড়ায়নি৷ কেউ বাধা দেয়নি পাষণ্ডদের৷ পাষণ্ডগুলো এতদিন এলাকায় ঘুরে বেড়িয়েছে৷ কেউ থানায় গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করার সাহস করেনি৷
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের জয়কৃষ্ণপুর গ্রাম কি সন্ত্রাসীদের অভয়ারণ্য?
নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন বলেছেন, ‘‘পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনের সঙ্গে জড়িত একজনকে আটক করেছে, অন্যদেরও আটক করার চেষ্টা চলছে৷’’
নির্যাতনের ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন তৎপর হয়েছে- এমন অনেক ঘটনারই উল্লেখ করা যাবে৷ রাজন হত্যা থেকে শুরু করে গতমাসে পিরোজপুরে ছেলের বউকে নির্যাতনের অভিযোগে শাশুড়িকে গ্রেপ্তার করাসহ অনেকগুলো খবর প্রকাশিত হয়েছে৷
এসব খবরে বারবার বোঝা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ বিশেষ ক্ষেত্রে মানুষের কতটা কাছের বন্ধু৷ বেগমগঞ্জ উপজেলার এই নারকীয় নির্যাতনের ঘটনাতেও তা আবার বোঝা গেল৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে কেউ অন্যায়ের প্রতিকার না চাইলে তো নির্যাতনের একমাস পরে ‘জনগণের বন্ধু’ পুলিশ আসিলো- এ খবরটাও আমরা জানাতে পারতাম না! একমাস নয়, তখন হয়ত নির্যাতিতা নারীর পুরো জীবনটাই কেটে যেতো নীরবে কেঁদে কেঁদে! সূত্র : ডয়চে ভেলে
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More

