পূণ্যভুমি সিলেটে কোন ধরনের অসামাজিক কার্যকলাপ করতে দেয়া হবে না মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, পুণ্যভুমি সিলেটে কোন ধরনের অসামাজিক কার্যকলাপ করতে দেয়া হবে না। বর্তমান ডিজিটাল যুগে প্রতিটি পাড়া-মহল্লার সাথে সাথে বিপণী বিতান ও বাজারগুলোকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। সমাজে অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি গত ৬ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩টায় নগরীর লালবাজার পুরানলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২০-২১ এর কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও সিসি ক্যামেরার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, নগরীর অত্যন্ত ব্যস্ততম ব্যবসা কেন্দ্র লালবাজারের সার্বিক উন্নয়নে সিটি কর্পোরেশন আপনাদের পাশে রয়েছে। লালবাজারের অতীত ঐতিহ্য পুনরুদ্ধারে নবগঠিত কমিটি সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নব নির্বাচিত সভাপতি প্রবীন মুরব্বী হাজী আজাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর সয়ফুল আমিন বাকের ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারুতখানা উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জাহেদুর রহমান বাবু।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহেদুর রহমান শাহেদের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ আমিনুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সহ সভাপতি বাদশা আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেস্টা মাহবুবুল আলম মিলন, শায়েস্তা কোরেশী, হাজী সিরাজ মিয়া, আজাদ মিয়া, হাজী শফিক মিয়া, আব্দুস ছাত্তার, হাজী রশিদ মিয়া, মোঃ মন্তাজ আলী, সমিতির সহ সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক জাহিদ আহমদ খান, সহ সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ কয়েছ, কোষাধ্যক্ষ শামিম আহমদ, প্রচার সম্পাদক সেলিম মিয়া, ধর্ম সম্পাদক হাজী শাহনুর মিয়া, সদস্য শফিক আহমদ, মোস্তাক আহমদ প্রমুখ।
পরে নবগঠিত কমিটির পরিচয় করিয়ে দেন উপদেষ্টা মাহবুবুল আলম মিলন। সর্বশেষে মহামারী করোনা ভাইরাস সহ সকল প্রকার দুর্যোগ থেকে পরিত্রাণের লক্ষ্যে মোনাজাত করা হয়।
এর আগে ফিতা কেটে সিসি ক্যামেরার উদ্বোধন করেন প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি
Related News
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: চৌকিদেখিতে প্রবাসীর বাড়ির দেয়ালের সাথে জোর করে ঘর নির্মাণের অভিযোগ
নগরীতে বিল্ডিং কোড অমান্য করে ঘর নির্মাণ এবং তা অপসারণে প্রশাসনের ব্যবস্থা না নেওয়ার অভিযোগেRead More
মহান বিজয় দিবস উপলক্ষে জনাব মকসুদ আহমদের শুভেচ্ছা
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মকসুদRead More

